দীর্ঘদিন যাবৎ সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভারত আসা নিষিদ্ধ পন্য কোন না কোন অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে দেশের বাজারে আসছিলো।
এমন খবরে আইনশৃংখলা বাহিনীর প্রায় সকল সংস্থাকে ম্যানেজ করলেও কোস্ট গার্ডকে ম্যানেজ করতে না পারায় শেষ পর্যন্ত ১৬ কোটি টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ শাড়ি, চাদর, থ্রি-পিস ও লেহেঙ্গা জব্দ করেছে নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ডের এমন সাফল্যের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, গেলো আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জ জেলার ডিবি, থানা, ফাড়ি, র্যাব অথবা সিআইডি কিংবা কোন গোয়েন্দা সংস্থা ভারতীয় চোরাকারবারিদের কাছে জিম্মি ছিলো মাসোয়ারা আদায়ের কারনে কিন্তু মাঝে মাঝে এই কোস্ট গার্ডের অভিযান ছিলো লক্ষনীয় সাফল্য। সকল সংস্থা ম্যানেজ হলেও কোস্ট গার্ডের কর্মকর্তারা ছিলেন নির্ভীক। যার এবারের প্রমাণ ১৬ কোটি টাকার নিষিদ্ধ পন্য আটক।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান, শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর রাতে পাগলা কোস্ট গার্ড স্টেশন নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এই অভিযান চলাকালে ফতুল্লা শিবু মার্কেট সংলগ্ন সড়কে সন্দেহ জনক একটি ট্রাককে কোস্ট গার্ড সংকেত দেয় থামার জন্য। কিন্তু ট্রাকটি সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ট্রাকটিকে ধাওয়া করে ড্রাইভারসহ আটক করলে বেড়িয়ে আসে ভারতীয় নিষিদ্ধ শাড়ি, চাদর, থ্রি-পিস ও লেহেঙ্গা।
আটককৃত ট্রাক থেকে ভারতীয় নিষিদ্ধ শাড়ি, চাদর, থ্রি-পিস ও লেহেঙ্গা জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকা।
এই নিষিদ্ধ শাড়ি, চাদর, থ্রি-পিস ও লেহেঙ্গার মূল মালিক কে আটক করাসহ এমন চোরাকারবারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রত্রিয়া চলছে বলওে জানান লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ ।









Discussion about this post