রূপগঞ্জের একটি ধান ক্ষেত থেকে বাবুল মিয়া (৫২) নামের এক অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে দাউদপুর ইউনিয়নের আগলা গ্রামের একটি ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ ।
নিহত বাবুল মিয়া গাজীপুর জেলার পুবাইল থানার কাজিপাড়ার বাচ্চু মিয়ার পুত্র।
রূপগঞ্জ থানার পূর্বাচল পুলিশ ক্যাম্পের দারোগা জাহাঙ্গীর আলম বলেন, ধান ক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় । এরপর পরিবারের লোকজন অটো রিক্সা চালকের লাশ শনাক্ত করেন।
পুলিশ আরো জানায়, ২৩ নভেম্বর শনিবার বিকাল চারটার দিকে বাবুল মিয়া তার অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে আর বাসায় না ফেরায় কালিগঞ্জ থানায় জিডি করা হয়। নিহত বাবুল মিয়ার আত্মীয় স্বজন রূপগঞ্জ থানায় গিয়ে লাশ সনাক্ত করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে একই সাথে অপরাধীদের শনাক্ত করতে চেষ্টা চলছে ।









Discussion about this post