স্বামী-স্ত্রীর হাত পা বেঁধে এলোপাথারী পিটিয়ে আহত করে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে শিল্পপতি রেজাউল করিম মালার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মুখোশ পরিহিত ডাকাত দল বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এমন ঘটনা ঘটায় ।
ডাকাতদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা ।
আজ বুধবার (২৭ নভেম্বর) ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলী এলাকায় এমন ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
ব্যবসায়ী রেজাউল করিম মালা বলেন, ভোর রাতে বাড়ির পিছনের দৃতীয় তলার জানালার গ্রীল কেটে ৬ জন ডাকাত বাড়িতে প্রবেশ করে । এই সময় ডাকাতদের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে সকলকে জিম্মি করে। এছাড়া ঘরের বাহিরেও দাঁড়িয়ে ছিলো আরো কয়েকজন ডাকাত। সকলেই মুখে কাপড় বাঁধা অবস্থায় বাইরে ও ভিতের প্রবেশ করে। প্রথমেই তার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে এবং শিল্পপতির রেজাউল করিম মালার পুত্র ও পুত্রবধুকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে নির্যাতন চালাল। পুত্র ও পুত্রবধু চিৎকার দেয়ার চেষ্টা করলে ৬ জন ডাকাত আলাউদ্দিন ও তার স্ত্রীকে এলোপাথারী মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে অলংকার ও আলমারী থেকে আরো স্বর্ণালংকারসহ ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় । পরবর্তীতে বাড়ির নিচ তলা থেকে আলমারী ভেঙ্গে আরো নগদ সাত লাখ টাকা লুট করে পালায় ডাকাতরা।
এমন ঘটনার পর আহত অবস্থায় আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে শহরের খানপুর হাসপাতালে প্রাথািমক চিকিৎসা প্রদান করে ।
ডাকাতদের হামলার শিকার আলাউদ্দিন বলেন, দুটি গুলি করে ভয় দেখিয়ে বীরদর্পে পালিয়ে যায় ডাকাতরা ।
খবর পেয়ে ঘটনাস্থলে ফতুল্লা থানার দারোগা নজরুল ইসলাম বলেন, এমন ঘটনার খোঁজ খবর নেয়া হয়। কিছু আলামত উদ্ধার হয়েছে। সিসিটিভি ফুটেজ উদ্ধারের পাশাপাশি চেষ্টা করছি ডাকাতদের দ্রুত সনাক্ত করতে ।









Discussion about this post