জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ আবদুল জব্বার আমির নির্বাচিত করা হয়েছে ।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মাওলানা আবদুল জব্বারকে আমির ও ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনকে সেক্রেটারী হিসেবে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটিতে মাওলানা আব্দুল কাইয়ুমকে নায়েবে আমির, মাওলানা জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিনকে সহকারী সেক্রেটারী হিসেবেও ঘোষনা করা হয়েছে ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ ছাড়াও এই অনুষ্ঠানে নির্বাচিত নারায়ণগঞ্জ মহানগরীর মজলিসে শুরার সকল সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর কার্যকরী কমিটি গঠন করাহয় ।
অনুষ্ঠানে মাওলানা আবদুল জব্বার তার বক্তব্যে বলেন, ‘সব জনশক্তিকে কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলে এ ময়দানকে ইসলামের আলোকে গঠনের আন্দোলনে জান মাল দিয়ে হতে হবে ঐক্যবদ্ধ। তিত ফ্যাসিস্ট সরকারের এজেন্টদের সকল উসকানিমূলক আচরণকে ধৈর্য্য ধরে মোকাবিলা করতে হবে এবং সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি সকলের প্রতি।









Discussion about this post