পরিত্যক্ত ঘর থেকে আল আমিন মিয়া (২৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মর্গে পাঠিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাতে তারাবো পৌরসভার বরপা আড়িয়াবো এলাকার প্রিমিয়ার রড মিলের পাশে বালুর মাঠের মাঝখানে একটি পরিত্যক্ত ঘর থেকে লাশ উদ্ধার করে।
নিহত আল আমিন একটি গার্মেন্টসে ইলেকট্রিক্যাল বিভাগে চাকরি করতেন। একই সাথে বরপা পশ্চিমপাড়া এলাকায় স্ত্রী ও এক মেয়ে নিয়ে তার শ্বশুর নান্নুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করতো।
এ ঘটনায় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, নিহতের ঘটনা উদঘাটনের জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।









Discussion about this post