গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাতে আন্দোলনে গুলিতে আবুল হোসেন মিজি নিহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় করা মামলায় পুলিশ শামীমকে গ্রেপ্তার করে বলে জানায় ফতুল্লা থানা পুলিশ ।
বিক্ষোভরত শ্রমিকরা বলেন, শামীমের মুক্তির দাবিতে আজ সকাল ৭ টার দিকে শহরের মণ্ডলপাড়ায় পরিবহন শ্রমিকেরা এলোপাতাড়ি ট্রাক ফেলে সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধের কারণে শহরের পাইকারি ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জে মালামাল লোড-আনলোড বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে নিতাইগঞ্জে মালামাল কিনতে আসা ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন। ব্যবসা সমৃদ্ধ নিতাইগঞ্জের ব্যবসা ও জানবাহন চলাচল স্থবির হয়ে পরে।
এমন ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ট্রাকচালক ও মালিক সমিতির আহ্বায়ক সুজন মিয়া নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানায়, ট্রাকচালক ও শ্রমিক ইউনিয়নের নেতাকে এভাবে ধরে নিয়ে হেনস্থা করা ঠিক হয়নি। বিএনপির এক নেতার ইন্ধনে তাঁকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। অবিলম্বে শামীমের মুক্তির দাবি করছি আর ওেই নেতার বহিস্কার দাবী করছি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহম্মেদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবহন শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি ।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত আবুল হোসেন মিজি হত্যা মামলার ৬৭ নম্বর আসামি শামীম। তাঁকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আদালত নির্ধারণ করবে তার জামিনের বিষয় ।
এমন ঘটনায় জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার শ্রমিকদেরকে গ্রেপ্তারকৃত শামীম মিয়ার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করার এবং যদি সে নির্দোষ হয় তাহলে তাকে বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ৩ টায় শহরের মন্ডল্পাড়ায় অবরোধকৃত সড়ক ছেড়ে দেয় ।









Discussion about this post