এবার বিজয় স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল, উপজেলা চত্বরে বিএনপির সোনারগার উপজেলার সভাপতি আজহারুল ইসলাম মান্নান ১০টায় নেতাকর্মীদের মিছিল নিয়ে বিজয় স্তম্ভে ফুল দেয় । এরপর বেলা ১১টায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম । মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার পথে রেজাউল করিমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি শুরুর পর তর্ক বিতর্ক থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এমন ঘটনায় আহত হন অন্তত ১০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফরের অভিযোগ, রেজাউল করিমকে নিয়ে আমরা ফুল দেওয়ার সময় মান্নানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে পরিস্থিতি এমন অবস্থা করে । এ ঘটনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার গাফিলতি দায়ি বলেও মন্তব্য করেন আবু জাফর।
অপরদিকে এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, রেজাউল করিম স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন নিয়ে আমার নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে আহত করে লোকজনদের।
সংঘর্ষের ঘটনাযর বিষয়ে নিম্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি )এম এ বারী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই শান্ত করেছে। পরিস্থিতিতে বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে ।









Discussion about this post