নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির কারণে জনমনে আতংক বিরাজ করছে। কোথাও যেন স্বস্তি নাই ।
সম্প্রতি রূপগঞ্জে ডাকাতি, সোনারগাঁওয়ে সমন্বয়কারীদের গাড়িতে ডাকাতি ছাড়াও ফতুল্লায় শিল্পপতি বাড়িতে ডাকাতি, কিল্লারপুলের বিদ্যুৎ কার্যালয়ে ডাকাতি পর নগরীতে অসংখ্য ছিনতাইয়ের ঘটনায় চরম আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমনে।
এরই মধ্যে শহরের মিন্নত আলীর মাঝারের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সীমান্ত কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হত্যায় ক্ষোভে ফেটে পরে নগরবাসী।
নারায়ণগঞ্জ জেলায় এতো ঘটনায় এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত কোন অপরাধী কে আটক কিংবা অপরাধী চক্র শনাক্ত করার কোন সুখবর না পাওয়ায় জনমনে যেন বৃদ্ধিও পাচ্ছে আতংক আর ক্ষোভ ।
এমন আইনশৃংখলার অবণতির কারণে চরম ক্ষোভ থেকে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও শহরের মিন্নত আলীর মাঝারের সামনে পৃথক দুটি স্থানে দুই যুবককে পিটিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
জনরোষের শিকার ছিনতাইকারী আখ্যায়িত করে গণপিটুনিতে আহত কামরুল (২৭) নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত ১০টায় মৃত্যুবরন করে।
রোববার ১৫ ডিসেম্বর দুপুরে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় পিটুনির শিকার হন কামরুল। নিহত কামরুল চাঁদপুর জেলার হাইমচর সদর থানা এলাকার হুমায়ুন কবির ওরফে জাহাঙ্গীরের ছেলে। পরিবার নিয়ে কামরুল শিয়াচর তক্কার মাঠ এলাকায় বসবাস করতো।
এমন চরম ক্ষোভ থেকেই নগরীর মিন্নত আলী মাঝারের সামনে রোববার দিবাগত রাত তিনটায় পিটুনির শিকার অন্যজন হলেন মো. ফেরদৌস (৩৫)।
ফেরদৌস দেওভোগের বাসিন্দা। তার বাবার নাম মৃত হাবিবুর রহমান। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফেরদৌস কে ঢাকায় নিয়ে গেছেন স্বজনরা। ফেরদৌস ও কামরুল এলাকায় ‘ছিনতাইকারী’ হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, ফতুল্লার শিয়াচর তক্কার মাঠসহ আশপাশের এলাকায় সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা মারাত্মক আকার ধারণ করে। এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছিল চরমে। গতকাল রোববার দুপুরে তক্কার মাঠ এলাকায় কামরুলকে পেয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে পেটান বিক্ষুব্ধ এলাকাবাসী।
এমন ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গণপিটুনির খবর পেয়ে পুলিশ কামরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত ১০টায় সেখানেই কামরুলের মৃত্যুবরন করে। নিহত কামরুলের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে।
অপরদিকে ডিআইটি এলাকার সংলগ্ন মিন্নত আলী মাঝারের সামনে ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, গত বৃহস্পতিবার ভোরে ডিআইটি মিন্নত আলী শাহ মাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ওয়াজেদ সীমান্ত (২০) নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী সীমান্ত মৃত্যুবরন করেন। এ ঘটনার পর একই স্থানে গতকাল রাতে স্থানীয় লোকজন ছিনতাইকারী আখ্যা দিয়ে ফেরদৌস নামের যুবককে পিটুনি দেন। পরে কে বা কারা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
‘খবর পেয়ে পুলিশ ভিক্টোরিয়া হাসপাতালে গেলে জানা যায়, ফেরদৌসকে উন্নত চিকিৎসার জন্য তাঁর স্বজনেরা ঢাকায় নিয়ে গেছেন। আমরা সীমান্ত হত্যার পাশাপাশি গণপিটুনির ঘটনাটিকেও গুরুত্ব দিয়ে তদন্ত করছি’ বলেও জানান ওসি নাছির আহমদ।
এমন ছিনতাইকারীদের উপর ক্ষোভ ছাড়াও নগরীর মন্ডলপাড়া, জিমখানা, ডিআইটি, উকিলপাড়া, গলাচিপার মোড় ও চাষাড়া চত্তর, জামতলা রোড, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইকারী চক্র দিনে দুপুরেই পথচারী, রিক্সারোহী ছাড়াও সাধারণ মানুষকে নানাভাবে জিম্মি করে লুটে নিচ্ছে সর্বস্ব। আর এই নগরীকে নগরবাসী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এই নগর তো ছিনতাইকারীদের অভয়ারণ্য !”









Discussion about this post