এক মাস পূর্বে অর্থাৎ ১৪ নভেম্বর বৃহস্পতিবার পূর্বাচল উপশহরের লেকের পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় ফতুল।রার ব্যবসাযী জসিম উদ্দিন মাসুমের লাশ উদ্ধারের পর আবার পূর্বাচলের রূপগঞ্জে ২ নম্বর সেক্টরের লেক থেকে অজ্ঞাত কিশোরীর (১৬) লাশ উদ্ধার করেছে থানার পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচলে কাঞ্চন – কুড়িল বিশ্বরোড সড়কের বউরার টেক এলাকায় ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, আজ সকাল সাড়ে ৮ টার দিকে লেকের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল উপস্থি হয়ে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া না গেলেও নিহত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চারিয়ে যাচ্ছে পুলিশ।
মেহেদী ইসলাম আরও বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের যে কোন সময় হত্যা করে লেকে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিচয় শনাক্ত হলে কিশোরীর মৃত্যুর কারণ জানা সহজ হবে।
মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানান।









Discussion about this post