ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উপর সোনারগাঁয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় আশরাফুল আলম (১৮) ও অসীম (১৭) নামে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু ঘটনা ঘটেছে । দুই বন্ধু ছিলেন বলে এমন টি জানিয়েছে পুলিশ।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সেতুর চট্টগ্রামগামী লেনে দুর্ঘটনাটি ঘটে বলে জানান কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ।
মটর সাইকেল আরোহী নিহত আশরাফুল আলম মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের আলাল শেখের ছেলে এবং অসীম একই উপজেলার চর চৌদ্দ কাহনিয়া গ্রামের সেলিম মিয়ার পুত্র।

ঘটনার বিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, মুন্সীগঞ্জের গজারিয়া থেকে দুই বন্ধু মোটর সাইকেলে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। রাত সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরছিলেন তারা। মেঘনা সেতুতে পেছন থেকে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই বন্ধু নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল (বিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









Discussion about this post