রূপগঞ্জের পূর্বচালে মাদক সেবন করে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী মুনতাসির মাসুদ নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
নিহত মুহতাসিম মাসুদ (২২) বুয়েটের সিএসই ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার মাসুদ মিয়ার ছেলে।
বুয়েট ছাত্রের এমন মৃত্যুর ঘটনায় আসামি করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন চৌধুরীসহ ৩ জনকে। মুবিনের ডোপ টেস্টে মিলেছে মাদক সেবনের প্রমাণও।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাত ৩ টার মাদক সেবন করে বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় মুনতাসির মাসুদ নামে ওই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু এবং তার সাথে থাকা অমিত সাহা ও মেহেদী হাসান নামে তাঁর দুই বন্ধু গুরুতর আহত হয়ে চিকি’সাধীন রয়েছে।
নিহত মাসুদ বুয়েটের সিএসই বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলো। এই ঘটনায় প্রাইভেটকারসহ তিন আরোহী রূপগঞ্জ থানা হেফাজতে রয়েছেন।
অপরদিকে গাড়ি চাপায় আহত মেহেদী হাসান খান (২২) কুমিল্লা সদরের মফিজুর রহমান খানের ছেলে এবং অমিত সাহা ময়মনসিংহের মুক্তাগাছার তপন কুমার সাহার ছেলে। তারা দুজনও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মেহেদীকে স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকি’সা দেয়া হচ্ছে ।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, প্রাইভেট কারটি সাবেক এক সেনা কর্মকর্তার, চালাচ্ছিলেন তার ছেলে। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন মুবিন আল মামুন, তিনি সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের পুত্র। গাড়িটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামেই ।
ঘটনার পর দায়ের করা মামলার আসামী সাবেক সেনা কর্মকর্তার পুত্র মুবিন আল মামুনসহ আহত দুই বন্ধু মো. মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী কে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আজ শুক্রবার নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে কথা হয় সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি গণমাধ্যমকে জানান, তার ছেলের ড্রাইভিং লাইসেন্স রয়েছে।
ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ‘পুলিশের চেকপোস্টে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মটর সাইকেল আরোহীদের। ওই সময় চেকপোস্টে দেখেই পালানোর সময় পেছন থেকে একটা লাল রঙের প্রাইভেটকার বুয়েট শিক্ষার্থীদের উপর সজোরে চাপা দেয়। চাপা দেওয়ার পর ঘটনাস্থলেই মারা যায় মুনতাসির মাসুদ । এবং তার সাথের দুই জন হাসপাতালে ভর্তি আছে। এক্ষেত্রে লাল রঙের গাড়িটি আটক করা হয়েছে। এতে থাকা তিনজন আরোহী থানা হেফাজতে রয়েছেন।’
বুয়েট শিক্ষার্থী মুনতাসির মাসুদ নিহতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠী-শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর পলাশী মোড়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিচার নিশ্চিতের দাবি ও আহতদের সঠিক চিকি’সার দাবীসহ ক্ষতিপূরণের দাবী জানান বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানায়, `প্রভাবশালী কোন চক্র যেন বিচারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে না পরে। আহতদের চিকিৎসার ব্যয়ভার দোষীদের বহন করতে হবে ।









Discussion about this post