সোনারগাঁয়ের হেফাজত কর্মী মাওলানা ইকবাল হোসেন হত্যা মামলার একজন আসামিকে পুলিশি হেফাজতে নেওয়ার পরও ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এমন গুরুতর অভিযোগে পুলিশের ভাষ্য, আসামি নিয়াজ উদ্দিন তাদের ‘রাডারে ছিল’ কিন্তু তাকে হেফাজতে নেওয়া হয়নি।
নির্ভরশীল সূত্র জানায়, আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ইসদাইরের ওসমানী স্টেডিয়াম এলাকা থেকে নিয়াজ উদ্দিন (৫৫) কেেআটক ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা থানার উপ পরিদর্শক (দারোগা) রোহান অভিযান চালিয়ে সোনারগাঁয়ে হেফাজত কর্মী ইকবাল হত্যা মামলার ২৯ নম্বর আসামী নিয়াজ উদ্দিন কে আটক করা হয়। নিয়াজ উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলারও আসামি। নিয়াজ উদ্দিন কে আটকের একাধিক মামলার এই আসামিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।দূর্ধর্ষ নিয়াজ উদ্দিন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠজনিএকই সাথে শামীম ওসমানের বন্ধু টিপুর শ্যালক।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, ‘নিয়াজ উদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের থানায়ও মামলা রয়েছে। নিয়াজ আমাদের রেঞ্জে ছিল। কিন্তু তাকে হেফাজতে নেওয়া হয় নাই। আমরা তাকে অবজারভেশনে রেখেছি, তাকে হেফাজতে নেয়া হয় নাই। যাচাই-বাছাই না করে যাকে-তাকে গ্রেপ্তারের বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে উধৃধতন কর্মকর্তাদের কাছ থেকে ।
এমন হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার না করে অবজারভেশনে রাখা যায় কিনা এমন প্রশ্নে ওসি আরো বলেন, ‘আমাদের নির্দেশনা মোতাবেক পদক্ষেপ নেওয়া হয়েছে ।’
সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার দায়ের করা মামলায় ২০২১ সালের ৩ এপ্রিল এক নারীসহ সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অবরুদ্ধ হন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব মাওলানা মামুনুল হক। তাকে অবরুদ্ধ করেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী সমর্থকরা। ওই ঘটনায় কেন্দ্র করে সেখানে পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে আহত হেফাজত কর্মী ইকবাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ৫ আগষ্টে পতনের পর গত ২১ অক্টোবর ইকবালের মৃত্যুর ঘটনায় সোনারগাঁ থানায় (১৭(১০)২৪ নম্বর) হত্যা মামলা দায়ের করে হেফাজত কর্মী শাহজাহান শিবলী। ওই মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য, তৎকালীন জেলা পুলিশ সুপারসহ ১২৮ জনকে আসামি করা হয়। আর এই মামলার ২৯ নম্বর আসামি নিয়াজ উদ্দিন।
নির্ভরশীল অপর একটি সূত্র জানান, বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের কাছ থেকে চাঁদাবাজি করে আবার ফেরত দেয়ার সেই চিহ্নিত রাজনৈতিক দলের নাম ব্যবহারকারী অপরাধী চক্র ই এই আসামীকে গ্রেফতার করায় আবার তারাই গোপনে ২০ লাখ টাকা নিয়ে ভাগাভাগি করে রিয়াজকে ছেড়ে দিতেও সকল কর্মকাণ্ড চালাই চিহ্নিতরা।
এ বিষয়ে জানতে মামলার বাদী মো. শাহজাহান শিবলী বলেন, `আমি খবরটি জানতে পেরেছি । এ বিষয়ে অবশ্যই আমি স্বরাস্ট্র মন্ত্রণালয়, আইজিপি মহোদয় এবং ডিআইজি মহোদয়কে অবহিত করে অভিযোগ দিবো।‘
এমন ঘটনায় জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘এমন বিষয় আমার জানা নেই। এই বিষয়ে খোঁজ খবর করা হবে।’









Discussion about this post