যৌতুকের দাবিতে মাদকাসক্ত স্বামী ও স্বজনরা গৃহবধূর চুল কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে ।
রূপগঞ্জ উপজেলার ছনি এলাকায় শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে ।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্যাতিতা গৃহবধূ বাদী নিজে হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানায় দায়ের করা ওই গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ২০১১ সালে রূপগঞ্জের ছনি (বাড়িয়ারটেক) এলাকার মৃত মোজাফফর মিয়ার ছেলে রুবেল মিয়ার সঙ্গে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকার হান্নান মিয়ার মেয়ে আলো আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। এরপর থেকে তাদের দাম্পত্য জীবন সুখেই ছিল। সম্প্রতি আলো আক্তারের পিতা হান্নান মিয়ার জমি বিক্রি করার কথা জানতে পেরে রুবেল আলো আক্তারকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে।
এরই ধারাবাহিকতায় যৌতুকের টাকা না আনায় গত ২৮ ডিসেম্বর শসিবার রাতে মাদকাসক্ত স্বামী রুবেল মিয়া, শ্বশুর রসুনুল্লাহ, ননদ নাজমীন বেগম মিলিত হয়ে গৃহবধূ আলো আক্তারকে মারধর করে এবং তার মাথার চুল কেটে দিয়ে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গৃহবধূ আলো আক্তারকে মারধর করে এবং তার মাথার চুল কাটার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।









Discussion about this post