রূপগঞ্জের কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া (৩০) হত্যা মামলার চার আসামীকে রোববার (২৯ ডিসেম্বর) বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।
পাভেল মিয়া হত্যায় বিএনপি থেকে বহিষ্কৃতরা হলেন : রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক দোলন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম, ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মো. বায়জীদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া।
দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ, জন্য দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদেরকে বহিস্কার করা হয়। কাঞ্চন পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক এস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২৪ ডিসেম্বর কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় পাভেল মিয়ার বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে ১৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।









Discussion about this post