বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. সাব্বির (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এবার নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে ১৫৬ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামী করা হয়েছে ।
ভুক্তভোগী মো. সাব্বির নিজেই বাদী হয়ে আদালতের নির্দেশে সোমবার (৬ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি শামীম ওসমানের পাশাপাশি ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন, শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, স্থানীয় সাংবাদিক তরুণ বেগীসহ বিভিন্ন জেলার ১৫৬ জনকে আসামী করা হয়েছে। এছাড়া ঢাকাসহ মাদারীপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, ঝালকাঠি, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং কুমিল্লার কিছু ব্যক্তির নামও স্তান পেয়েছে এই অভিযোগে।
জানা গেছে, গত ২৫ জুলাই দুপুর ২টায় ছাত্র-জনতা চিটাগাং রোডে আন্দোলন করার সময় আসামীরা রিভলবার, পিস্তল, কাটা রাইফেল ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে ১-১৫ আসামির নির্দেশে ও ১৬-৬৫ নম্বর আসামীর অর্থায়নে ও ৬৬-৮০ নম্বর আসামির পরিকল্পনায় আন্দোলনরত মানুষের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ চালায় ।
ওই সময় বাদী সাব্বির গুলিবিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পরেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আন্দোলনকারীরা নারায়ণগঞ্জ খানাপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্যে আনা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর আলম বলেন, এ মামলার আবেদনটি আদালতের থেকে পাঠানো হয়েছে। আমরা আদালতের নির্দেশে মামলা নিয়েছি। আসামী সম্পর্কে আমাদের জানা নেই। তদস্ত ও উর্ধতন কর্মকর্তাদের পরামর্শক্রমে পরবর্তীতে ব্যবস্তা নেয়া হবে।









Discussion about this post