বন্দরে চালক ও হেলপারকে মারধর করে ট্রাকসহ কোটি টাকা মূল্যের কানেক্টর লুট করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ ডাকাত দল।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোররাতে মদনপুর-মদনগঞ্জ সড়কের বন্দরের তালতলা এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে।
আশুলিয়া গ্রিন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপক মোসলেম আলী বাদী হয়ে এ বিষয়ে বন্দর থানায় মামলা করেছেন।
বাদী মোসলেম আলী জানান, ঢাকা জেলার আশুলিয়া কবিরপুর এলাকায় অবস্থিত গ্রিন ডাইনেস্টি লিমিটেড নামের তাদের এক ফ্যাক্টরি থেকে বুধবার রাতে ৪ লাখ ৭৫ হাজার পিস কানেক্টর নিয়ে একটি ট্রাক বন্দরের লক্ষণখোলা এলাকায় অবস্থিত ডিজেডিসি চায়না ব্যাটারি ফ্যাক্টরির উদ্দেশে আসে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের ইস্পাহানি তালতলা এলাকায় ট্রাকটিকে ১২-১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকের গতিরোধ করে।
এরপরে অস্ত্রের মুখে জিম্মি করে চালক হেলপারকে মারধর করে কানেক্টর ভর্তি ট্রাক ছিনিয়ে নিয়ে যায়।
এমন ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ট্রাকসহ ব্যাটারি ফ্যাক্টরীর কানেক্টর লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। লুণ্ঠিত মালামাল ও ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।









Discussion about this post