নারায়ণগঞ্জ শহরের মিন্নত আলী মাঝারের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়াজেদ আলম সীমান্ত হত্যার ঘটনায় এবার বাবু ওরফে চান্দি বাবু ওরফে চান্দিছিলা বাবু (৩৫) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (১২ জানুয়ারি) সকালে ফতুল্লা থেকে বাবু ওরফে চান্দি বাবু ওরফে চান্দিছিলা বাবুকে গ্রেফতার করা হয়।
একই সাথে আজ রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে সীমান্ত হত্যায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমদ জানান, সীমান্ত হত্যার সাথে জড়িত বাবু ওরফে চান্দি বাবু নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাবু ওরফে চান্দি বাবু এই ঘটনার অন্যতম মূল হোতা।
গত ১৭ ডিসেম্বর সীমান্ত হত্যার সাথে জড়িত থাকায় অনিক (২৮) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। অনিকের কাছ কাছ থেকে নিহত সীমান্তের মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর গত ১৮ ডিসেম্বর আকাশ ওরফে সাইদুর রহমান আকাশ (৩৬) নামে আরও একজনকে গ্রেফতার করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বের হলে দেওভোগ মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী সীমান্তকে ছুরিকাঘাত করলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাতে মারা যায় সীমান্ত।









Discussion about this post