নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের অন্যতম ক্যাশিয়ার দুর্ধর্ষ অপরাধী ও সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি ও তার ছেলে বাবইকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১৩ জানুয়ারী) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক এ তথ্য নিশ্চিত করেন।
এই কুখ্যাত অপরাধী মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি।
৫ আগস্টের শেখ হাসিনা সরকারের পতনের পর মতি পুরো পরিবার নিয়ে নারায়ণগঞ্জ থেকে পলাতক ছিলেন।
দুর্নীতি মামলায় কারাভোগসহ অসংখ্য মামলার আসামী ছিলেন এই মতি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি ও তার ছেলে বাবইকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ জানুয়ারী ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক এ তথ্য নিশ্চিত করেন।
মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। তিনি শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ৫ আগস্টের পর তিনি নারায়ণগঞ্জ ছাড়েন।
এর আগে একটি দুর্নীতি মামলায় কারাভোগ করেন মতি।
আওয়ামী লীগের পতনের পূর্বেও মতিউর রহমান মতির বিরুদ্ধে ৬ কোটি ১ লাখ ৭২ হাজার ২৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১০ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারাভোগ করলেও তারও পূর্বে এই মতির বিরুদ্ধে ছিলো মামলা ও সাজা।
উল্লেখিত হিসাব ছাড়াও মতির বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে ৮২ কোটি ৫১ লাখ ৪২৪ টাকা জমা করে তার থেকে ৭৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা উত্তোলন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ ছিলো।
গ্রেফতারকৃত মতিউর রহমান মতি ৬ নং ওয়ার্ড এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র ।
মতিউর রহমান মতির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।
বাটারা থানার রাজনৈতিক মামলায় মতি ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান মাজহারুল ইসলাম।









Discussion about this post