আড়াইহাজার উপজেলায় খাদিজা নামের এক শিশুর মৃত্যূ, সিদ্ধিরগঞ্জে শুভ ও ইমন নামের দুই যুবক সড়ক দূর্ঘটনায় মৃত্যুর পর একই দিনে এবার সোনারগাঁওয়ে তিশা প্লাস পরিবহন বাসের ধাক্কায় জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। জিয়ারুল ইসলাম ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।
শিশু খাদিজা, যুবক শুভ ও ইমনের মতো আজ সোমবার (১৩ জানুয়ারি) এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে । বেলা ১১টার দিকে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা জিয়ারুল ইসলাম এ দুর্ঘটনার কবলে পরেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
নিহত জিয়ারুল ইসলামের সহকর্মী আতাউর রহমান বলেন, ব্র্যাক ব্যাংকের সোনারগাঁও শাখার রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত ছিলেন জিয়ারুল। বেলা ১১টার দিকে মোটর সাইকেল চালিয়ে মেঘনা টোল প্লাজার সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জিয়ারুল। দ্রুত তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি।
নিহত জিয়ারুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার জীবননগর গ্রামের শমসের আলীর পুত্র। বর্তমানে রূপগঞ্জ থানাধীন বড়পা এলাকায় ভাড়া বাসায় থাকতেন জিয়ারুল।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ব্রাক ব্যাংকের কর্মকর্তা জিয়ারুল ইসলামের মৃত্যুর নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ঘাতক বাসটি (ঢাকা মেট্রো-ব ১৫-৩৩৪০) জব্দ করা হয়েছে বলে জানা গেছে।









Discussion about this post