শ্মশান সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে আড়াইহাজারে দুপ্তারা ইউনিয়নের মালুপাড়া এলাকায় নিজেদের মধ্যে শ্যামল বর্মণ (৪৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে তারই নিজ ধর্মের লোকেরা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় ঘটেছে এম,ন ঘটনা । আহতকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত শ্যামল বর্মণের স্ত্রী অনিতা রানী বর্মণ বাদী হয়ে হামলাকারী ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, ওই শ্মশানের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও মামলা মোকদ্দমা বিদ্যমান। ঘটনার সময় এক পক্ষের অনুসারি শ্যামল বর্মণ (৪৭) স্থানীয় গির্দা বাজার থেকে নিজ বাড়ী দিকে যাচ্ছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে অপর পক্ষের , রঞ্জিত বর্মণ, রঞ্জিত বর্মণ, রঞ্জিত বর্মণ, সঞ্জিব বর্মণ, জীবন বর্মণ সহ ১৫-২০ জন তাকে রাস্তায় একা পেয়ে হামলার মাধ্যমে পিটিয়ে গুরুতর জখম করে এবং শ্যামল বর্মণের সঙ্গে থাকা নগদ ৫ হাজার ৩শ টাকা ছিনিয়ে নেয়। হামলার শিকার আহত শ্যামলের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা শ্যামলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনায় মামলা দায়ের করেন অনিতা।









Discussion about this post