জীবিকার জন্য সড়কে লোহার টুকরা এসে ট্রাকচাপায় মাজেদা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরপা এলাকায়।
নিহত ৫০ বছর বয়সী মাজেদা নরসিংদীর এলাকার মৃত মোতালিবের স্ত্রী। তিনি বরপা এলাকায় মতিনের বাড়িতে ভাড়া থাকতেন।
এমন ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, দুপুরে বরপা এলাকায় এএসবিআরএম নামক স্টিল মিলের সামনে লোহার টুকরো কুড়াতে যান মাজেদা। ওই সময় সেখানে একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।









Discussion about this post