পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিমাইকাশারি এলাকায় স্ত্রী ফাতিমাকে গলা কেটে হত্যা মামলায় স্বামী নুরুল আলম সবুজের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতর বিচারক আবু শামীম আজাদ।
আজ সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে কারাদণ্ডাদেশ প্রদানের বিষয় টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ আদালতের পুলিশ ইন্সপেক্টর মো. কাইয়ুম খান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ১৪মে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে মাদকাসক্ত স্বামী সবুজ।
১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।









Discussion about this post