রূপগঞ্জের পাইকারি আড়তের দখল দিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন সংঘর্ষে গুলি করাসহ, বাইক, গাড়ি ও অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছে হামরাকারীরা। উভয় পক্ষের ছয় জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে এই সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলার রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় বিসমিল্লাহ পাইকারি আড়তের দখল নিয়ে এই ঘটনার সূত্রপাত ঘটে।

প্রত্যাক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, আড়ৎ দখল করে চাঁদাবাজিকে কেন্দ্র করে সেলিম প্রধান ও মজিবুরের মধ্যে বিরোধ চলছে। ইউএনও সম্প্রতি দুই পক্ষের লোকজনকে ডেকে আড়ত থেকে কোনো প্রকার টাকা (চাঁদা) তুলতে নিষেধ করেন।
এরপরও আজ মঙ্গলবার মজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে গেলে সেলিমের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল ও গুলি ছুড়ে। একই সাথে মিছিল বের করে শ্রোগান দিতে থাকে । এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এক পক্ষ আরেক পক্ষের ১০টি মোটর সাইকেল, একটি প্রাইভেটকার পুড়িয়ে দেয় এবং একটি অফিসে ভাঙচুর করে আগুন দেয়। এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা জন্য পাঠােনো হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, জড়িতদের আটকের চেষ্টা চলছে। আইনশৃংখলা নিয়ন্তদ্রণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।









Discussion about this post