সোনারগাঁয়ের ব্রহ্মপুত্র নদ থেকে নয়ন (৩০) নামে হাত-পাঁ বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ-পূর্ব পাশের দড়িকান্দী এলাকার লাঙ্গলবন্দ ব্রীজের নিচে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি দেখে স্থানীয়রা খবর দেয় পুলিশ কে।
উদ্ধার হওয়ার ব্যাক্তির নাম নয়ন । সে রাজধানীর মোহাম্মদপুর থানার টিক্কাপাড়ার ১৫/সি-১৯ নং বাড়ির মৃত জয়নাল আবেদীনের পুত্র। সে সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নের বেলপাড়া এলাকার মোক্তার হোসেনের বাড়িতে ভাড়া থাকতো । মৃতদেহের পরনে ট্রাউজার ও শার্ট পরিহিত ছিল।
স্থানীয়রা বলেন, যুবকের মরদেহটি ব্রহ্মপুত্র নদে ভাসছিল। মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে দুপুর আনুমানিক ১২টার দিকে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের পর স্থানীয়রা মৃতের কপাল ও গালে ধাঁরালো অস্ত্রের আঁঘাতের চিহৃ দেখতে পায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান মুঠোফোনে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।









Discussion about this post