জন্মদিনের আতশবাজি থেকে একটি পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) দিনগত মধ্যরাতে সদর উপজেলার ফতুল্লা থানার লালপুর এলাকায় মদিনা ট্রেডার্স নামে কারখান্য এই অগ্নিকান্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত একটার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মানাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমান আতশবাজি ফুটানো হয়। সেই আতশবাজির আগুন পার্শবর্তী এলাকা লালপুরে অবস্থিত রিপন ও সুমনের মালিকানাধীন পলিথিন কারখানায় ছিটকে পড়লে অগ্নিকান্ড ঘটে।
মূহুর্তের মধ্য আগুন টিনসেডের এই নিষিদ্ধ পলিথিন কারখানাটির চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে এলাকাবাসী ভয় ও আতংকে ছোটাছুটি করেন।
এমন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লা স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কয়েক ঘন্টার চেষ্টায় রাত তিনটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। ততোক্ষণে আগুনে কারখানায় মজুদকৃত বিপুল পরিমান পলি, কার্টন ও কাঁচামাল পুঁড়ে যায়। তবে কেউ হতাহত খবর পাওয়া যায় নাই।
কারখানাটিতে পুরনো পলিথিন পুড়িয়ে দানা উৎপাদন করা হতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, “রাত দুইটা সতের মিনিটে আমরা আগুনের খবর পাই। এরপর আমাদের তিনটি স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। সোয়া তিনটায় আগুন পুরোপুরি নির্বাপন ক্রতে সক্ষম হই। তবে আগুনে কেউ হিতাহত হয় নি।
“যতোটুকু শুনেছি পাশে একটি জন্মদিনের অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভয়ের কারণ হচ্ছে, পাশে ঘনবসতি আবাসিক এলাকা রয়েছে। তবে আগুন সেদিকে ছড়াতে পারেনি। সবার সম্মিলিত চেষ্টায় আমরা আগুন নির্বাপন করতে পেরেছি।” এমনটি আরো বলেন আবদুল্লাহ আল আরেফীন।









Discussion about this post