দেশ থেকে স্বপরিবারে পালিয়ে যাওয়া জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই, যুবলীগ নেতা আড়াইহাজার উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক বারেক ভূঁইয়া নয়নকে আটক করে আদালতের আদেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ ।
এ ছাড়া ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে আটক হওয়া আরও ৬ জনকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেয়া হয় থানা থেকেই । বুধবার রাতে নগরীর চাষাড়া শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করার পর যাচাই বাছাই করে বারেক ভূঁইয়া নয়নকে আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে নিশ্চিত হয়।
বারেক ভূঁইয়া নয়ন জাতীয় সংসদের পলাতক হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই এবং একাধিক মামরার আসামী ।
তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাসির উদ্দিন আহমদ বলেন, চাষাড়া শহীদ মিনারে ছাত্রলীগ নেতাকর্মী সন্দেহে কয়েকজন যুবককে আটক করে স্থানীয় যুবকরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাসির উদ্দিন আহমদ বলেন, ছাত্রলীগ সন্দেহে ৭ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আড়াইহাজার বারেক ভূঁইয়া নয়ন ছাড়া বাকী আটককৃত, ১. হাসান (৩৫) পিতাঃ আবুল হাশেম, থানাঃ পাথরঘাটা জেলাঃ বরগুনা, ২. মাজহারুল ইসলাম ইমরান (৩০) পিতাঃ আব্দুল খালেক মোল্লা, গ্রামঃ কাজলাকাঠি থানাঃ বাকেরগঞ্জ জেলাঃ বরগুনা, ৩. মোঃ শামীম মিয়া (২৮) পিতাঃ মোশারফ খালাসী, গ্রামঃ সরকারের চর, থানাঃ শিবচর জেলাঃ মাদানীপুর, ৪. মোহাম্মদ জসিম উদ্দিন (৩৪) পিতাঃ নুরুদ্দিন গ্রামঃ লামাপাড়া থানাঃ ফতুল্লা জেলাঃ নারায়ণগঞ্জ, ৫.সাদ্দাম হোসেন (৩০) পিতাঃ মৃত ওমর ফারুক, গ্রামঃ লামাপাড়া শিবু মার্কেট থানাঃ ফতুল্লা জেলাঃ নারায়ণগঞ্জ এবং ৬. আরমান হোসেন (২১) পিতাঃ মৃত তৈয়ব আলী মোল্লা, গ্রামঃ খাসিয়ান থানাঃ নরাঘাটি জেলা নড়াইলকে থানা থেকে মুচলেকা রেখে মুক্তি দেয় পুলিশ।
অপরদিকে উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বারেক ভূঁইয়া নয়নকে আটক করে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২টি মামলা থাকায় আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ ইন্সপেক্টর মো. কাউয়ুম খান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, বারেক ভূঁইয়া নয়ন কে দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পর বিজ্ঞ বিচারক তাকে (বারেক ভূঁইয়া নয়ন) কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।









Discussion about this post