রূপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ২০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। এমন ঘটনার পর রাতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে একজন কৃষক গরুর জন্য ঘাস কেটে ফেরার সময় কাশবনের ঝোপের মধ্যে পলিথিনে মোড়ানো অনেকগুলো ককটেল সদৃশ বস্তু দেখতে পান। এমন দৃশ্য দেখে জরুরি সেবা ৯৯৯-এ কল করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। এবপর ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে এসে রাত ১২টার দিকে ২০টি ককটেল নিষ্ক্রিয় করে।
মিজানুর আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে এসব ককটেল, ছোড়া, কাটার, লোহার রড রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।









Discussion about this post