বৈষম্য বিরোধী আন্দোলনে সোনারগাঁওয়ে একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিন (৩) দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে শুনানি শেষে নারায়ণগঞ্জের জেষ্ঠ্য বিচারিক হাকিম নূর মোহসীন এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান।
পুলিশ এই মামলায় পাঁচ (৫) দিনের রিমান্ড আবেদন করেছিল। যুক্তি উত্থাপনের পরে বিচারক তিনদিন মঞ্জুর করেন।
আজ সকালে আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ অগাস্ট বিকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ হন পরিবহন শ্রমিক মো. আশিক মিয়া (২০)৷
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ২২ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২২ জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত আশিকের মা কুলসুম বেগম ৷
এই মামলা আনিসুল এ মামলায় ৪ নম্বর আসামি।









Discussion about this post