আড়াইহাজারে বিশনন্দী ফেরীঘাট আঞ্চলিক মহাসড়কের জালাকান্দী নামক স্থানে গরুবাহী পিকআপ ভ্যান উল্টে আঃ রাজ্জাক (৬০) নামে এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত ও চালকসহ অপর দুজন গুরুতর আহত হয়েছে।
আহত দুজন হচ্ছেন- জুয়েল (৫৫) ও আবুল হোসেন (৪৪)। এদের মধ্যে একজন চালক রয়েছেন। নিহত রাজ্জাক রূপগঞ্জ উপজেলার পবনকুল গ্রামের বাসিন্দা।
আজ বুধবার ( ৫ ফেব্রুয়ারী) দুপুরে এ ঘটনাটি ঘটেছে ।
আড়াইহাজার উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোশারফ হোসেন ও নিহতের মেয়ে রাজিয়া সুলতানা বলেন, রাজ্জাক একজন গরু ব্যাবসায়ী। তিনি একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে বিশনন্দী গরুর হাটে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে অপর একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে তাকে বহনকারী পিকআপ ভ্যানটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় চালকসহ তিনজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
তখন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে ব্যবসায়ী আ. রাজ্জাককে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় জুয়েল ও আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ পুলিশ পাহারায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।









Discussion about this post