রূগগঞ্জের তারাবো বাজার ও আশেপাাশের মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুই জনের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলরো : রাশেদুল ইসলাম ও জুনায়েদ আহমেদ হৃদয়।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে রূপগঞ্জের তারাবো পুরাতন বাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, তারাবো এলাকার মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন যাবৎ । ওই বিরোধের জেরে মঙ্গলবার রাতে মাদক সেবনকালে শিমুল ও শ্রাবণ নামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ছুরিকাহত হয় রাশেদুল ও জুনায়েদ। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকি’সাধীন অবস্থায় আজ বুধবার ভোরে রাশেদুল ইসলাম এবং দুপুরে জুনায়েদ আহমেদ হৃদয় নামের দুজন মৃত্যুবরন করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা এবং মামলার প্রস্তুতি চলছে।









Discussion about this post