এবার আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের বাড়ি ভাংচুর করে আগুন দিয়েছে বিক্ষুদ্ধরা।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ বেলা ৩ টার দিকে ২/৩শ লোক মিছিল সহকারে সেখানে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় অনেকের হাতে হাতুড়ি ও হ্যামার দেখা গেছে। ঘটনাস্থলে আলাদা আলাদা দলবদ্ধ হয়ে ভাঙচুর চারায় অনেকেই ।
এমন আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
আড়াইহাজার থানা পুলিশের একটি টিম দেলোয়ারের বাড়িতে আসার আসেই সেখান থেকে বিক্ষদ্বরা স্থান ত্যাগ করে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।









Discussion about this post