প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রাইম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আবু জাফর আহমেদ। শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান।
তিনি বলেন, “গত ৭ ফেব্রুয়ারি আপনার নিউজ পোর্টালে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেম্বারের ১৯ পরিচালক’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদে উল্লেখ করা হয়েছে, ‘জেনারেল গ্রুপে নির্বাচিতরা হলেন- মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।’ এবং সংবাদের সাথে যে ছবিটি প্রকাশ করা হয়েছে তাতে আমার ছবি প্রকাশ করা হয়।
“আদতে, আমি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমা কোনোটিই করিনি। এখানে যে নির্বাচন হয়েছে সেটিও আমি জানি না, কিংবা আমাকে কেউ জানায়নি পর্যন্ত। এবং নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে আমার সাথে কেউ আলোচনাও করেনি। আমি অত্যন্ত বিস্মিত হয়েছি, যখন দেখলাম বিভিন্ন গণমাধ্যমে আমার ছবি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়টি অত্যন্ত বিব্রতকর।”
তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “পেশাদারিত্বের সাথে সংবাদ প্রকাশের আগে তা অবশ্যই যাচাই করে নেবেন। যাচাই ছাড়া সংবাদ পরিবেশন করলে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যা খুবই দুঃখজনক। ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করে নিশ্চিত হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইলো।”
সংশোধন ও নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ
গত ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে ১৯ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এ বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ নিউজ আপডেট’ একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে কয়েকজন পরিচালকের ছবিও ব্যবহার করা হয়।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচিত ১৯ পরিচালকের মধ্যে জেনারেল গ্রুপের একজন পরিচালক ছিলেন মোহাম্মদ আবু জাফর। ছবিতে ভুলবশত প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদের ছবি যুক্ত করা হয়। এ অনাকাঙ্খিত ভুলের জন্য নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও যত্নশীল হওয়ার কথা জানিয়েছে।









Discussion about this post