সিদ্ধিরগঞ্জে চুনা কারখানায় মিটার টেম্পারিং করে গ্যাস ব্যবহারের অভিযোগে ৪টি চুন কারখানায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কতৃপক্ষ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় তিতাস।
তিতাসের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ টি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিচ্ছিন্ন রাইজার কেটে নেয়ার পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিতাসের কর্মর্কতারা জানায়, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় সুরমা লাইমস, আরাফাত লাইমস, মদিনা লাইমস এবং আটি হাউজিং এলাকার মেঘনা লাইমস নামক কারখানাগুলোতে অবৈধভাবে গ্যাসের মিটার টেম্পারিং করে রাখ লাখ টাকার গ্যাস চুরির মহোৎসব চালিয়ে আসছিলো চুনা করখানা কর্তপক্ষ।
কারখানাগুলোর মিটার প্রতিটিতে অবৈধ হস্তক্ষেপ করে টেম্পারিং করার প্রমাণ পাওয়ারে কারণে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ বিষয়ে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ শাহিদুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে হঠাৎ করেই আমরা এ অভিযান পরিচালনা করি। মিটারে অবৈধ হস্তক্ষেপের প্রমাণ পাওয়ায় আমরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার জব্দ করেছি । এ অভিযান অব্যাহত থাকবে।”









Discussion about this post