রূপগঞ্জের পূর্বাচলে আকিজ গ্রুপের রেডিমিক্সের ট্রাকের চাপায় একটি সিএনজি চালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন।
এই দূর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও চারজন।
আজ বুধবার ১৯ ফেব্রুয়ারী দুপুর পৌনে ১২টার দিকে রূপগঞ্জের তিনশো ফিট সড়কের মাজার রোড চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : অটোরিকশার যাত্রী ময়মনসিংহ সদর এলাকার আব্দুল করিমের পুত্র খাইরুল বাশার ও আরভী আক্তার নামে এক নারী। তবে ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।
রূপগঞ্জের পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীল আলম বলেন, কুড়িল বিশ্বরোড থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কাঞ্চন সেতুর উদ্দেশ্যে রওয়ানা হয়। সিএনজিটি সড়কের ল্যাংটার মাজার এলাকায় পৌঁছলে পিছনদিক থেকে আকিজ রেডিমিক্সের একটি গাড়ি ওভারটেকিং করার সময় চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী খাইরুল বাশার ও এক নারী নিহত হন। আর আহত হন সিএনজি চালকসহ আরও চার যাত্রী।
জাহাঙ্গীল আলম আরও জানান, খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এই দূর্ঘটনায় ঘাতক রেডিমিক্সের গাড়িসহ চালক ফখরুল ইসলাম ও হেলপার নাহিদুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।









Discussion about this post