একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে ।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে কাভার্ড ভ্যানটি উল্টে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের কাঁচপুর সেতুর নিচ থেকে সানারপাড় পর্যন্ত তীব্র যানজট। ফলে দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে রয়েছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী সাধারণ।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, সকালে সিদ্ধিরগঞ্জের দশতলা নামক স্থানে একটি কাভার্ডভ্যান উল্টে যানজট শুরু হয়। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি সরিয়ে ফেলে হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (ইনচার্জ) আবু নাঈম জানান, ‘মহাসড়কে কাভার্ডভ্যানটি উল্টে গেলে যানজটের সৃস্টি হয়। আমরা দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সরিয়ে ফেরার পর এক ঘন্টার মধ্যেই যানবহন চলাচল স্বাভাবিক হয় ।









Discussion about this post