জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ের সামনে আদিবাসীদের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে রাজধানীর মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতাকৃত সাঈদ ফজলুল করিম স্বপন (৪২) ওই হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী।
রাজধানীর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মু. তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, মতিঝিল থানা পুলিশের একটি দল আজ শনিবার মধ্যরাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে সাঈদ ফজলুল করিম স্বপন (৪২) কে গ্রেপ্তার করে।
সাঈদ ফজলুল করিম স্বপন (৪২)সহ এই মামলায় পাঁচ (৫) জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকালে সংঘর্ষের ঘটনার সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত বিভিন্ন ভিডিও পর্যালোচনায় রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যার (২৪) উপর হামলাকারী সাঈদ ফজলুল করিম স্বপন শনাক্ত হয়। শনাক্তের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে মতিঝিল থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
স্বপনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় মতিঝিল থানা পুলিশ।
গত ১৫ জানুয়ারি পাঠ্যপুস্ত কে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি অপসারণের প্রতিবাদ জানাতে আদিবাসী শিক্ষার্থীরা মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে অবস্থান নেয় । সেখানে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র ব্যানারে একদল লোক আগে থেকেই অবস্থান নেয় এবং পরে আদিবাসী শিক্ষার্থীরা সেখানে পৌঁছালে হামলা চালানো হয় । ওই হামলায় নারীসহ অন্তত ২০ জন আহত হন।
গত ১৫ জানুয়ারি এমন ঘটনার পরদিন পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। গত ১৫ জানুয়ারি রাতে আরিফ আল খাবির (৩৮) ও মো. আব্বাস (২৪) নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ২৯ জানুয়ারি হাবিবুর রহমান নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। আর গত ১২ ফেব্রুয়ারি এ মামলার এজাহারভুক্ত আসামি জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কৃত সদস্য শাহাদাত ফরাজী সাকিবকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।









Discussion about this post