সেই চিহ্নিত ভূমিদস্যু ওসমানীয় সাম্রাজ্য অর্থাৎ শ্যালক টিটুর অন্যতম ক্যাশিয়ার বাসের হেলপার থেকে হাজার কোটি টাকার মালিক এস এম রানাকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত ।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে সাত দিনের রিমান্ড আবদনের শুনানী শেষে তিন (৩) দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন আদালতের দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর মো. কাইয়ুম খান।
জানা যায়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর বাংলাদেশ ও ভারতের খেলা দেখার অজুহাতে অজ্ঞাত খাত থেকে ক্রিকেট খেলার টিকিট পেয়ে নারায়ণগঞ্জ থেকে পালানোর চেষ্টাকালে চিহ্নিত ভুমিদুস্য ও ওসমান পরিবার ঘনিষ্ঠ এস এম রানাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দুবাই যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জ ক্লাবের সামনে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার এসএম রানাকে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত রিমান্ড শুনানি আগামী রোববার ধার্য করেন।
এসএম রানার বিরুদ্ধে জমি দখল, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ফতুল্লার পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের সময় ভূমি অধিগ্রহণের বিভিন্ন দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ভূমি মালিকদের ভুল তথ্য দিয়ে তাদের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জমির মালিকদের ভয়ভীতি প্রদর্শন করে জমির দখল নেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়রা দাবি করেন, তিনি বিভিন্ন কৌশলে জমির মালিকদের সঙ্গে চুক্তি করে পরে জোরপূর্বক তাদের জমি নিজের নামে লিখিয়ে নিতেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের ৪২ লাখ টাকা উদ্ধারকাণ্ডে তার নাম উঠে এসেছিল। তবে সেই সময় তিনি আইনি প্রক্রিয়ার ফাঁকফোকর দিয়ে রেহাই পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।









Discussion about this post