সোনারগাঁয়ে একটি ব্যাংকে এসি মেরামত করতে গিয়ে কমপ্রেসার বিস্ফোরণে দগ্ধ হয় দুই টেকনিশিয়ান নিহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কাঁচপুর উপ শাখায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী।
ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার শফিউল আলম জানান, নিহতরা হলেন : তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর পুত্র তুহিন (২৫) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রাফি (২৩)।
এ বিষয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ওই ব্যাংকের এসির কমপ্রেসার মেরামত কাজ করার সময় দুই জন দগ্ধ হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সম্পর্কে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুই জন নিহতের খবর পেয়েছি। তদন্ত চলছে এ বিষয়ে ।









Discussion about this post