প্রয়াত পৌর পিতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক আলী আহাম্মদ চুনকার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে তার কবর জিয়ারত ও মিলাদের আয়োজন করা হয়েছে।
মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে নগরীর দেওভোগ এলাকার চুনকা কুটিরেও।
মিলাদ মাহফিল ছাড়াও বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাতেও বিশেষ দোয়ার, কোরআন খতমের আয়োজন রয়েছে বলে জানান তার পরিবারের সদস্যরা।
স্বাধীনতা পরবর্তী নারায়ণগঞ্জ পৌরসভায় আলী আহাম্মদ চুনকা ছিলেন প্রথম নির্বাচিত চেয়ারম্যান। চুনকা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগেরও সভাপতি ছিলেন।
আলী আহাম্মদ চুনকার বড় মেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন। এ ছাড়াও ডাক্তার আইভী সবশেষ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন জনতাল বিপুল ভোটে জয়ী হয়ে।
প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকা ১৯৩৪ সালে ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওয়াহেদ আলী, মাতার নাম গোলেনুর বেগম। বায়ান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সকল আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছিলেন আলী আহাম্মদ চুনকা।
‘চুনকা ভাই’ হিসেবে পরিচিতি আলী আহমেদ চুনকা রাজনৈতিক পরিধির বাইরে গিয়ে বিভিন্ন ধর্মীয় সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার জনপ্রিয়তার কালনে এখনো প্রবীন নগরিকগণ আলী আহমেদ চুনকাকে ‘চুনকা ভা ‘ বলেই ডাকেন।









Discussion about this post