সোনারগাঁয়ের একটি পেপার মিলে কাগজের ভারী মন্ডের চাপায় নাজমুল হাসান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনার পর চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল হাসানের সহকর্মী মো. নাজমুল বলেন, আমরা সোনারগাঁওয়ের মেঘনায় একটি পেপার মিলে চাকরি করি।
আজ সকালে কাগজের মন্ড এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলাম। কাগজের ওই ভারী মন্ডটি নাজমুল সামনে পড়ে ওই মন্ডোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মারা গেছে বলে জানান।
নিহতের এই সহকর্মী আরো জানান, নাজমুল কুমিল্লা জেলার দেবিদার থানার অনন্তপুর গ্রামের প্রয়াত সিরাজুল ইসলামের পুত্র। এই পেপার মিলেই পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ের জনক এই নাজমুল।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর ফারুক ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। সোনারগাঁও থানার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।









Discussion about this post