নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অজ্ঞাত বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
মটর সাইকেল আরোহী নিহতরা হলেন : রাজধানীর নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদিউজ্জামানের পুত্র টুটুল ও আবদুল বাতেনের পুত্র হাবিব।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোর্শেদ জানান, মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে অজ্ঞাত বাসের ধাক্কায় । নিহতরা নন্দীপাড়া থে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। ঘোরাঘুড়ি শেষে রাতে বাড়ি ফেরার পথে টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে অন্যজন মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত মতে পরবর্তী আইনগত ব্যব্স্তা নেয়া হবে।









Discussion about this post