সোনারগাঁয়ের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
গত ২৩ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের ইস্যুতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব স্বাক্ষরিত ওই কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ২২ ফেব্রুয়ারি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্র নায়িকা দিতি কন্যা লামিয়ার বিভিন্ন বর্ণনা ও সাংবাদিক মোস্তফা ফিরোজের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনার সংশ্লিষ্টতায় যে অভিযোগ উত্থাপিত হয়েছে সে বিষয়ে আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলো।
ঘটনার বিবরণে প্রকাশ, ২২ ফেব্রুয়ারি সকালে সোনারগাঁ পৌর এলাকার দিয়াপাড়াস্থ চিত্রনায়িকা দিতির বাড়িতে প্রায় শতাধিক লোকবল দিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বিচার-সালিশীর নাম করে লামিয়ার উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে শারীরিকভাবে আহত করা হয়। এমন ঘটনা ইতোমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নোটিশের বিষয়ে জানতে চাইলে মোশারফ হোসেন জানান, নারায়ণগঞ্জ জেলা কমিটি আমার থেকে জানতে চেয়েছে ঘটনাটি কি হয়েছিলো, আমি সংবাদ সম্মেলন করে যা বলেছি এমন্টাই নেতাদের অবগত করেছি।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ গণমাধ্যম কে বলেন, ওই কারণ দর্শানোর নোটিশের জবাব পেয়েছি, আমরা সাক্ষাৎকার নিচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রতিবেদনের কপি দু-একদিনের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে।’









Discussion about this post