আড়াইহাজারের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর অত্যান্ত ঘনিষ্ঠ সহযোগি এবং উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়াকে দুই দিনের রিমান্ড শেষে আজ সোমবার (৩ মার্চ) কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
আদালতে নির্দেশ মোতাবেক লাক মিয়াকে আজ সোমবার (৩ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর (ওসি) মো. কাইয়ুম খান।
এর পূর্বে রূপগঞ্জ থেকে গ্রেফতারের পর দশ দিনের রিমান্ড চেয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
লাক মিয়াকে শনিবার রিমান্ডে এনে দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে সোমবার পূণরায় কোর্টে পাঠায় পুলিশ।
সাবেক চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে ভূমিদস্যুতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, লাক মিয়া চেয়ারম্যান হওয়ার আগেই এলাকার শত শত নিরীহ মানুষের শত শত বিঘা সম্পত্তি জবরদখল করে ভাই ভাই স্পিনিং মিলসহ বেশ কিছু মিল ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে।
জবরদখল করা জায়গা জমি নিয়ে অনেক নিরীহ মানুষ মামলা হামলার শিকার হয়ে নিঃস্ব করেছে রাক মিয়া ও তার বাহিনী। হোতা লাক মিয়া আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবুর একচ্ছত্র হস্তক্ষেপে বিনা ভোটে পরপর তিন বার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে নীরিহ এলাকাবাসীর উপর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়ে সকল ধরণের অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে।
লাক মিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তাছাড়া একটি মামলায় তার মালামাল ক্রোকেরও নির্দেশ রয়েছে বলে জানা গেছে। ৫ আগস্ট এর পর থেকে তিনি এলাকা ছেড়ে গাঢাকা দিয়ে দীর্ঘদিন পলাতক থাকাবস্থায় মঙ্গলবার (২৬ফেব্রুয়ারী) পুলিশ লাক মিয়াকে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের টোল প্লাজা থেকে গ্রেপ্তার করে।









Discussion about this post