ফতুল্লায় গুলিভর্তি পিস্তলসহ সহোদরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (৩ মার্চ) বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নুরবাগ পুরান সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা সহদর হলো : পাগলা আদর্শনগর এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র রাশেদ আহম্মেদ হৃদয় (৪০) ও রহিম আহম্মেদ সাগর (৩০)।
প্রত্যক্ষদর্শী ও এরাকার অনেকেই বলেছেন, সন্ত্রাসের জনপথ কুতুবপুরের সন্ত্রাসী লিখন বাহিনীর সাথে নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে সাগর-হৃদয় গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরেই সোমবার হৃদয় ও সাগর দলবল নিয়ে অস্ত্রসহ লিখন বাহিনীর উপর হামলা করতে আসে। তবে, লিখন বাহিনী তাদের অস্ত্রসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। তবে, অস্ত্র যে কার ছিলো তা কেউ দেখে নাই। দুই পক্ষই অত্যান্ত ভয়ংকর প্রকৃতির। আধিপত্য বিস্তারে সহদর রাশেদ আহম্মেদ হৃদয় (৪০) ও রহিম আহম্মেদ সাগর (৩০) আসতে পারে আবার তাদেরকে আটক করে গণপিটুনির পর অস্ত্র দিয়েও দিতে পারে। দীর্ঘদিন যাবৎ এমন ভয়ংকর রাজনীতি চলছে এই এলাকায় ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী বলেন, সাগর ও হৃদয়ের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যাসহ একাধিক মামলা থাকার পরও তারা বালুর ব্যবসার আড়ালে মাদক, অস্ত্রের ব্যবসা করতো। আধিপত্য বিস্তার করতে বিশাল বাহিনী গড়ে তুলেছিল এলাকায়। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে। দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিল এই সহোদর। এলাকাবাসী তাদের আটক করে আমাদের খবর দিলে আমরা তাদের গ্রেফতার করেছি । আটককৃতদের কাছ থেকে একটি ৬২ এম এম বোরের বিদেশি পিস্তল, দু’রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে ।









Discussion about this post