সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নির্যাতনের শিকার শিশুটির বাবা-মা পোশাককর্মী। কাজের সুবাদে তারা বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান তারা। বৃহস্পতিবার বিকেল ৩টায় বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করছিলো শিশুটি । এ সময় একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে এক রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। এসময় ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা বিষয়টি টের পেলে বাচ্চাটি রক্ষা পায় । রাতে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশ হস্তান্তর করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার দারোগা (এসআই) সামরুল হোসেন জানান, ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত মনসুর আলী। শিশুটির পরিবারের কাছে মনসুর আলী দাবি করেন, ‘তাকে দিয়ে শয়তান এ কাজ করিয়েছে। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে।’ পরবর্তীতে শিশুটির পরিবার এ ঘটনা বাড়ির মালিকসহ স্থানীয় বাসিন্দাদের জানালে তারা গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।









Discussion about this post