আড়াইহাজার থানা পুলিশের টহল ডিউটিকালে গাড়ি দুর্ঘটনায় এক দারোগা (উপ পরিদর্শকসহ) ছয় পুলিশ সদস্য ও চালক আহত হয়েছে।
আজ শুক্রবার (১৪ মার্চ) ভোররাত সোয়া ৪টার দিকে উপজেলার বগাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় আহতেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কন্সস্টেবল সাইফুল ইসলামের কপালে গুরুতর আঘাতে জখম হন, কন্সস্টেবল আল আমিনের সামনের একটি দাঁত ভেঙে পরে এবং গাড়িচালক আরাফাত ইসলামের ডান পায়ে গভীর জখমপ্রাপ্ত হন।
এই দূর্ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ জানায়, রাতের টহল শেষে থানায় ফেরার সময় উপপরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে কনস্টেবল সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আল আমিন, আজীজ এবং গাড়িচালক আরাফাত ইসলাম লেগুনাযোগে ফিরছিলেন।
উপজেলঅর বগাদী এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের পিলারে ধাক্কায় উল্টে যায় গাড়ি। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে আহত হন সকলেই।
এমন খবরে তাৎক্ষনিক আড়াইহাজার থানার আরেকটি টহল দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আহতদের প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে চিকিৎসক। আর অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গাড়িটি অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন আহতরা।
এই দুর্ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আড়াইহাজার থানা পুলিশ।









Discussion about this post