রূপগঞ্জে মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষের সময় মোহাম্মদ হাবিব নামে এক অটো রিকশা চালক গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
এদিকে গুলি বিনিময়কালে স্থানীয় মাদক কারবারী হাসিব ওরফে কিলার হাসিব (৩৬) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে ঘটনাসস্থলেই মারা গেছে।
বুধবার (১৯ মার্চ) ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। মধ্যরাত দেড়টায় এ ঘটনাটি ঘটে।
এমন গোলাগুলির ঘটনায় চনপাড়ার অনেকেই জানান, রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম গ্রুপ ও রফিক গ্রুপের দ্বন্ধ ছিলো অনেকদিন যাবৎ। মাদক ব্যবসাসহ সকল ধরণের অপরাধ সাম্রাজ্য দখলে নিতে এই দ্বন্ধের জের ধরেই গোলাগুলি হয়েছে ।

নিহতর হাবিবের ভাই বাবু জানান, পেশায় একজন অটোরিকশা চালক হাবিব। রাত দেড়টার দিকে রূপগঞ্জ চনপাড়া এলাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে যায় সে। ওই গোলাগালির মধ্যখানে তার একটি গুলি এসে গায়ে লাগে। খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মৃত্যু হয় তার।
বাবু আরও জানান, রূপগঞ্জের চনপাড়া এলাকার আনোয়ার মোল্লা সন্তান। নিহত হাবিবের দুই সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের (গ সার্কেল) এর সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম বলেন হাসিব নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে আমরা শুনেছি। কিন্তু অটোচলক হাবিব মৃত্যুর বিষয় আমাদের জানা নাই। এ বিষয়ে খোজ নিয়ে দেখছি।









Discussion about this post