দীর্ঘ সাত বছর যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে পলাতক থাকার পর শেষ পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থেকে একই পরিবারের পলাতক তিন আসামী কে গ্রেফতার করেছে র্যাব-১১।
গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত গ্রেফতার হওয়া আসামীরা হলো : জেলার সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মৃত করিমের পুত্র লিটন মিয়া (৫১), লিটন মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৮) এবং লিটন মিয়ার পুত্র মো. নাহিদ আলম (২২)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে ওয়ারেন্টভুক্ত আসামি হন এই পিতা মাতা ও তাদের সন্তান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজ গ্রামের অবস্থান পরিবর্তন করে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে আত্মগোপনে ছিরো এই পরিবারটি। গোপন সংবাদ মাধ্যমে আসামিদের বুধবার রাতেগ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতোরকৃতদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।









Discussion about this post