স্নানোৎসব শেষে বাড়ি ফেরার পথে কাঁচপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপভ্যান উল্টে একই পরিবারের সাতজন আহত হয়েছেন।
আহতরা হলেন- ছায়ারানী দাস (৫০), চায়না রানী দাস (৪৫), বাসন্তী রানী দাস (৫০), অমূল্য দাস (৫২), বিশ্বনাথ দাস (৪৮), মেলানী রানী দাস (৪৫) ও সোয়া রানী দাস (৭)।
আহতরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বাসিন্দা।
আজ শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আনার পর তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা আকাশ চন্দ্র দাস জানান, লাঙ্গলবন্দ এলাকায় স্নানোৎসব অনুষ্ঠান শেষে ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুরে উল্টো পথে আসা একটি বাস আমাদের পিকআপভ্যানে ধাক্কা দেয়।
পিকআপভ্যান টি উল্টে পরিবারের সাতজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় পিকআপভ্যান উল্টে একই পরিবারের শিশুসহ সাতজন আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।








Discussion about this post