৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রূপগঞ্জের হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ১১ এপ্রিল রাতে উপজেলার তারাব পৌরসভার আরিয়াবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসান কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গতিয়সব এলাকার কপিল উদ্দিনের পুত্র ।
এ ঘটনায় র্যাব-১১ উপ-অধিনায়ক ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যায় তারাব পৌরসভার আরিয়াবো এলাকায় ৫ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে হাসান নামে ওই যুবক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত হাসান পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে রাতেই র্যাব-১১ এর একটি অভিযানিক দল আরিয়াবো এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত হাসানকে গ্রেফতার করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক হাসানের বিরুদ্ধে করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ।









Discussion about this post